‘বাজে মুশফিকে’ আড়ালে ‘দুর্দান্ত মুশফিক’

মাঝেমধ্যেই কাঠগড়ায় ওঠে তাঁর কিপিং। সহজ স্টাম্পিং হাতছাড়া করেন। হাতছাড়া হয় সহজ কিংবা কঠিন ক্যাচ। পায়ের জড়তায় অতিরিক্ত রান পেয়ে যায় প্রতিপক্ষ। ব্যাটিংয়ে অনেক প্রশংসা কুড়োলেও উইকেটকিপিং নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় মুশফিকুর রহিমকে। আজ যেমন মিস করলেন ডেভিড ওয়ার্নারের স্টাম্পিং!

অস্ট্রেলীয় ওপেনার তখন ৭৩ রানে ব্যাট করছিলেন। ৫৭তম ওভারে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে এসেছেন ডাউন দ্য উইকেটে। বল নেমে গিয়েছিলেন বেশ নিচে। বল একটু নিচু হয়ে আসায় ব্যাটে পাননি। মুশফিকও উইকেটের পেছনে দাঁড়িয়ে বলটা গ্লাভসে জমা করে স্টাম্প ভাঙতে পারেননি। ওয়ার্নার যতক্ষণে ক্রিজে ফিরেছেন, ঠিকমতো বলটা ধরতে পারলে তাঁকে তিনবার স্টাম্পিং করতে পারতেন মুশফিক।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *