ত্বকের যত্ন হোক গ্রিন টি দিয়ে

আদিকাল থেকেই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করার কথা শুনে এসেছি। বর্তমান যুগে রুপচর্চার নানান আধুনিক পদ্ধতি রয়েছে। এরপরও প্রাকৃতিক উপাদানের চাহিদা ফুরোয়নি। কম খরচে, খুব সহজে ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি দেয় প্রাকৃতিক উপাদানগুলো। গ্রিন টি পানে শরীরে যেমন উপকারিতা পাওয়ায় তেমনি রুপচর্চায়ও এটি বেশ কার্যকরী।
গ্রিন টির পানি ফ্রিজে রেখে ঠান্ডা করে তুলা দিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালো ছোপ দুর হবে।
চাইলে আপনি ১ চা-চামচ গ্রিন টি পাতা, ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চিমটি হলুদ গুঁড়া এবং গোলাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। মুখে ও হাতে-পায়ে ১৫ মিনিট লাগিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুলে ফেলুন। কালচে দাগ দূর হবে এবং ত্বক হবে উজ্জ্বল।
গ্রিন টির পানি ও গোলাপ জল মিশিয়ে ঘুমানোর আগে মুখে তুলা দিয়ে লাগিয়ে ভালো মানের ক্রিম লাগালে ত্বক কোমল থাকবে।
বডি স্ক্রাবের জন্য গ্রিন টির পানি আধা কাপ, মধু, লেবুর রস ও টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে হাতে-পায়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন।
Leave a Reply