দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে তুরাগ তীরে আসছেন মুসল্লিরা

টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়ে আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ইজতেমা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলিগ জামাতের অনুসারীরা দ্বিতীয় পর্বে অংশ নিতে ইজতেমা মাঠে আসতে শুরু করেছে। ইজতেমা শেষে তারা ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যাবে। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার লাখ লাখ মুসল্লি অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। ময়দানে জেলাওয়ারি মুসল্লিদের স্থান নির্দিষ্ট করা হয়েছে। মাঠ প্রস্তুতির কাজ আয়োজক কমিটির মুরব্বিরা তদারকি করছেন। বিদ্যুৎ, পানি, প্যান্ডেল তৈরি, গ্যাস সরবরাহ প্রতিটি কাজ আলাদা দলের মাধ্যমে করা হয়েছে। বিদেশি মুসল্লিদের থাকার জন্য মাঠের উত্তর-পশ্চিম পাশে স্থায়ীভাবে কামরা তৈরি করা হয়েছে। মুসল্লিদের জন্য তুরাগ নদ পারাপারের জন্য নদীর কয়েকটি স্থানে ভাসমান সেতু স্থাপন করা হয়েছে। এছাড়া বহুতলীয় পাকা দালানে প্রায় চার হাজার ও ১৫৪টি অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে। নষ্ট ও ক্ষতিগ্রস্ত অজু-গোসলখানা এবং টয়লেটগুলো এরই মধ্যে সংস্কার করা হয়েছে। ফগার মেশিনে মশক নিধনের ব্যবস্থা রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানিয়েছেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে।