Tue. Jun 6th, 2023

নতুন স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

কম আলোয় ভালো ছবি তোলার জন্য ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার নোট ৭ নিয়ে আসছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

ইনফিনিক্সের বহুল প্রতীক্ষিত নোট ৭ সিরিজের এ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেট এবং ৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লে। বাংলাদেশের বাজারে ৪ জিবি + ১২৮ জিবির এ স্মার্টফোন পাওয়া যাবে ১৫ হাজার ৯৯০ টাকায়।

ইনফিনিক্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নোট ৭ ফোনটি আজ রোববার থেকে সবুজ, কালো ও নীল রঙে বাজারে পাওয়া যাবে।

ইনফিনিক্স নোট ৭-এ থাকা ৪৮ এমপি কোয়াড ক্যামেরা ব্যবহারকারীদের বিশেষত কম আলোয় ও বিচিত্র ধরনের লাইটিং কন্ডিশনে আল্ট্রা-হাই-রেজুলেশনের ছবি তোলার সুবিধা দেবে। ফোনটিতে থাকা ক্যামেরা দিয়ে চমৎকার সূর্যাস্ত, ব্যাকলাইট স্ট্রিট ভিউ, সেলফি বা রাতের বেলায় ঘুরে বেড়ানোর স্মৃতিগুলো ধরে রাখতে ক্রিস্টাল ক্লিয়ার ও প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।

ইনফিনিক্স নোট ৭-এ থাকা ১০৮০পি লো-লাইট ভিডিও ক্যামেরা ৩০ এফপিএস, ২.৮ এম পিক্সেল রেকর্ডিং কোনো ফ্ল্যাশ ছাড়াই অন্ধকারেও প্রতিটি পরিস্থিত এবং কালারসহ ক্যাপচার করতে পারবে। ১০৮০পি লো-লাইট ভিডিও ক্যামেরা বাজারে থাকা অন্য মোবাইলগুলোর মধ্যে নোট ৭ স্মার্টফোনটিকে ভিন্নতা দেবে।

স্মার্টফোনটিতে সঠিক মুভমেন্ট ও স্ট্যাবিলিটির সেন্সের পাশাপাশি সুপার স্ট্যাডি অ্যাকশন শট নেওয়ার সুবিধা রয়েছে। যাতে ব্যবহারকারীরা ব্লার ও কোনো ধরনের ঝাঁকুনি ছাড়াই হাই-কোয়ালিটির ভিডিও ধারণ করতে পারবে। এ ছাড়া, ফোনটিতে থাকা ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা ব্যবহারকারীদের প্রতিটি সেলফিকে করে তুলবে প্রাণবন্ত। এ ক্যামেরা দিয়ে এক সেকেন্ডের মধ্যে সেলফ-পোর্ট্রেট তোলা যাবে।

ইনফিনিক্স নোট ৭-এ থাকা ৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেটের সিপিইউ পারফরম্যান্স ব্যবহারকারীদের ভিডিও কলিং, গেমস খেলা, পছন্দের ভিডিও দেখার ক্ষেত্রে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা দেবে।

স্মার্টফোনটিতে থাকা ৫০০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘ সময়জুড়ে ব্যবহার করার সুযোগসহ এতে ১৮ ডব্লিউ সুপার-ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।