ভ্যালুটপ ব্র্যান্ডের নতুন গেমিং ক্যাসিং

বাজারে ভ্যালুটপ ব্র্যান্ডের নতুন গেমিং ক্যাসিং এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লি:। ক্যাসিংটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি ১২ সেন্টিমিটার কুলিং ফ্যান।
আর এই সুবিধার ফলে যেকোন ধরণের হাই ডেফিনিশন গেমস নিশ্চিন্তে খেলা যায়। অধিক তথ্য ধারণ করার জন্য এতে রয়েছে ৬টি হার্ডডিস্ক বে। ভিটি-টিআর৯০০ মডেলের কেসিংটির ভিতরটি বেশ প্রশস্ত, ফলে উচ্চ ক্ষমতাসম্পন্ন বড় আকারের গ্রাফিক্স কার্ড স্থাপন করে পরবর্তী প্রজন্মের গেম খেলা যায়। দ্রুততার সাথে তথ্য আদান-প্রদানের জন্য এতে ইউএসবি ৩ পোর্টও রয়েছে।