সরস্বতী পূজা আজ

আজ সরস্বতী পূজা। জ্ঞানের দেবীর আরাধনায় মেতেছে দেশের সনাতন ধর্মাবলম্বীরা।

বাড়ির পাশাপাশি স্কুল-কলেজেও চলছে দেবীর আরাধনা। ভোর থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে পূজার তোড়জোড়। সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি,। পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা করা হয় সাধারণ আচারাদি মেনেই। তবে এই পূজায় বেশ কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যেমন অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ, বাসন্তী রঙের গাঁদা ফুল। পূজা শেষে হয় পুষ্পাঞ্জলি। পরদিন সকালে ফের একবার পূজার পর চিঁড়ে ও দই মেশানো দধিকর্মা ঠাকুরকে নিবেদন করে পূজা শেষ হয়।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকালই সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানীর বড় সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ পূজা উদযাপন করা হয় সাড়ম্বরে। শিক্ষার্থীদের আয়োজনেই মূলত উদযাপিত হয়। দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পূজা নিয়ে সাজ সাজ রব। সবমিলিয়ে জ্ঞানের দেবীর পূজায় মাতোয়ারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা।