Author: salma

রূপচর্চার জন্য কাঁচা হলুদ

No Comments

হলুদ ত্বক উজ্জ্বল করে, ব্রণ র‌্যাশ দূর করতে এবং ফাঙ্গাস ইনফেকশন দূর করতে সাহায্য করে।
বলিরেখা দূর করতে সাহায্য করে হলুদ। হলুদের গুঁড়া, মাষকলাইয়ের ডালের সঙ্গে টমেটোর রস বা কমলার জুস দিয়ে মুখে লাগাতে হবে। এই মিশ্রণ কিছুক্ষণ ত্বকে রেখে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। হলুদের সঙ্গে চন্দন বা ময়দা মিশিয়ে চোখের নিচে লাগালে চোখের নিচের কালো দাগ দূর হবে। শরীর থেকে স্ট্রেচমার্ক দূর করতে হলুদের সঙ্গে তেল ও সুজি মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে স্ক্রাবিংয়ের কাজটাও হবে।
হলুদের সঙ্গে ঘৃতকুমারী (অ্যালোভেরা) মেশালে জীবাণুনাশক হিসেবে কাজ করে। রোদে পোড়া ভাবও দূর করে এই মিশ্রণ। দুধের সঙ্গে হলুদের গুঁড়া মিলিয়ে খেলে চেহারায় উজ্জ্বলতা আসে। দুধের সরের সঙ্গে অল্প পরিমাণ হলুদ মিলিয়ে লাগাতে পারেন ত্বকেও।
ত্বকের শুধু হলুদ লাগানোর পরে রোদে গেলে ত্বক বার্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে জন্য কিছু না কিছু মিলিয়ে লাগাতে হবে। হলুদ দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে চাইলে ভালো করে শুকিয়ে গুঁড়া করে নিতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই গুঁড়া করার পর আবারও ভালো করে শুকিয়ে নিতে হবে।
আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ত্বকের জন্য কোনো কিছুই বেশি ব্যবহার করা ঠিক না। তাহলে ত্বকের স্বাভাবিক তেলটাও নষ্ট হয়ে যায়। সপ্তাহে দুই দিনের বেশি কোনো প্যাক ব্যবহার করলে সেটা ত্বকের ক্ষতিই করে।

সাধারণভাবে সবাই এটাকে মসলা হিসেবে জানলেও এর অবস্থান শুধু রান্নাঘরেই আটকে নেই। অনেক আগে থেকেই রূপচর্চার জন্য ব্যবহার হয় হলুদ। তাই এটাকে পরীক্ষিত ভেষজ রূপচর্চার উপকরণও বলা যায়।
যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা কাঁচা হলুদ, দুধের সর, মধু মিশিয়ে লাগাতে পারেন। ত্বক শুষ্ক হলে এর সঙ্গে যোগ করে নিতে পারেন জলপাই তেল বা নারকেল তেল। এই মিশ্রণ সানট্যান ও দাগ দূর করবে।
ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদ, টকদই ও নিমপাতা মিশিয়ে লাগাতে পারেন। স্বাভাবিক ত্বকে কাঁচা হলুদ, দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন।
সকালে কুসুমগরম দুধে কাঁচা হলুদের গুঁড়া বা রস মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার হয়। ফলে ভেতর থেকে ত্বক উজ্জ্বল হয়। চাইলে দুধ, হলুদ ও মধু দিয়ে মিল্ক শেক বানিয়ে খেতে পারেন।
দিনশেষে আমাদের প্রকৃতির কাছেই ফিরতে হবে। তাই নিজেকে সুন্দর করার ভারও দিতে পারেন প্রাকৃতিক উপাদানকেই।

ব্রণ দূর করতে হলুদের সঙ্গে নিম পাউডার, চন্দনের গুঁড়া আর মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। লোমকূপের তেল দূর করতে সাহায্য করে হলুদ। চন্দনের গুঁড়া, কমলা বা মাল্টার রসের সঙ্গে অল্প হলুদ ভালো করে মিশিয়ে ত্বকে লাগালে লোমকূপের ভেতরের তেল দূর হয়ে ত্বক স্বাভাবিক হবে। শুষ্ক ত্বকের জন্য হলুদের গুঁড়া, কমলা বা মাল্টার রস, ডিমের সাদা অংশ ও অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

বৈশাখের রূপচর্চা

No Comments

বৈশাখ মানেই উৎসব, অতিথি আপ্যায়ন, ঘুরে বেড়ানো- এক কথায় দারুণ ব্যস্ততা।

বৈশাখে ত্বকের যত্ন নেওয়া উচিত। বৈশাখে ত্বকের সজীবতা বাড়িয়ে সবার কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য রইল কিছু ঘরোয়া উপায়;

ত্বকের যত্ন:
বৈশাখে ত্বককে প্রাণবন্ত দেখানোর জন্য ত্বকের ক্লান্তি দূর করা জরুরি। ত্বককে প্রাণবন্ত করে তুলতে মধুর সঙ্গে মাল্টার রস মিশিয়ে মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের পাশাপাশি ত্বকের বলিরেখা দূর হবে।

রোদ-বৃষ্টিতে শপিং মলে দৌড়ঝাঁপ করে ত্বকের উজ্জ্বলতা হারাবে এটাই স্বাভাবিক। তাই উজ্জ্বলতা বাড়াতে সপ্তাহে দু-তিন দিন ফেশিয়াল স্ক্রাবার ব্যবহার করুন।

ওটমিলের সঙ্গে ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ভেজা হাতে হালকা ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। একইভাবে মধু, লেবুর রস এবং ডিমের সাদা অংশ মিশিয়েও ট্রাই করতে পারেন। কিছুদিন পর দেখবেন, ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে এসেছে। এছাড়া দুধের সরের সঙ্গে এক চিমটি হলুদ ও কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে উপরের দিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন পাঁচ মিনিট। এরপর পানি ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সম্ভব হলে এই মিশ্রণ প্রতিদিন ব্যবহার করুন।

চুলের যত্ন:
যাদের চুল শুষ্ক, তারা প্রতিদিন ঘুমানোর আগে হালকা গরম তেল ব্যবহার করবেন। আর যাদের চুল তৈলাক্ত, তারা একদিন অন্তর তেল ব্যবহার করতে পারেন। তাড়া থাকলে তেল এক ঘণ্টা রেখেও চুল ধুয়ে ফেলতে পারেন।

তেল ব্যবহারের পর একটা বড় তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিন। এরপর তোয়ালে চুলে ১০ মিনিট পেঁচিয়ে রাখবেন। সব ধরনের চুলেই এটি করা যাবে।

চুলে কালারিং করালে চুলের যথাযথ যত্ন নেওয়া জরুরি। কালারিংয়ের পরে যে প্রডাক্ট ব্যবহার করবেন, সেগুলো যেন মাইন্ড হয়। সুইমিং এড়িয়ে চলুন। রং ধরে রাখতে কালার প্রোটেকশন শ্যাম্পু ব্যবহার করুন। অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। এতে উজ্জ্বল ও ঘন দেখাবে। চুলকে উজ্জ্বল দেখানোর জন্য সিরাম ব্যবহার করতে পারেন।

গলা ও ঘাড়ের যত্ন:
শুধু ত্বকের যত্ন নিলেই তো হবে না, সঙ্গে ঘাড় ও গলার যত্নও নিতে হবে। তাই সারা দিনে খুব বেশি নয়, মাত্র ১০ মিনিট সময় বের করে একটু যত্ন নিন। গোসলের আগে দুধের সর, চালের গুঁড়া, বেসন, টক দই ও কাঁচা হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

সপ্তাহে অন্তত তিন দিন প্যাকটি ব্যবহার করতে পারেন। শুকিয়ে গেলে আলতো ঘষে গোসল সেরে নিন। ত্বক নরম হবে, ডার্ক প্যাঁচের সমস্যাও কমবে।

হাত-পায়ের যত্ন:
সারা দিন বাইরে ঘোরাঘুরি করার পর দেখা যায়, হাত-পায়ে ময়লা জমে বেশি। তাই বাড়িতে ফিরে শ্যাম্পু ও লেবুর রস মেশানো হালকা গরম পানিতে হাত-পা ১০ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখতে হবে। পায়ের গোড়ালি ঝামা দিয়ে আলতো করে ঘষে মরা কোষ তুলে ফেলতে হবে। আর নরম ব্রাশ দিয়ে হাত-পায়ের ত্বক ঘষলেই পরিষ্কার হয়ে যাবে।

সপ্তাহে এক দিন মুলতানি মাটি ও হলুদগুঁড়ার পেস্ট হাত-পায়ে ব্যবহার করতে পারেন। পুরো শরীরে প্যাক ও স্ক্রাবিং বিশেষজ্ঞ কারও কাছে করানোই ভালো।

8-year old Ryan named highest YouTube earner

No Comments

A seven-year-old boy who reviews toys has been revealed as YouTube’s highest-earning star, raking in $22m (£17.3m).

The estimate by Forbes magazine found that Ryan of Ryan ToysReview pipped Jake Paul by $500,000 for the 12 months to June.

Videos are posted most days and one promoting a blue giant mystery egg bearing Ryan’s face has had more than a million views since Sunday.

The Dude Perfect channel was in third place, making $20m, Forbes said.

Ryan’s earnings, which do not include tax or fees charged by agents or lawyers, have doubled compared with the previous year.

Asked by NBC why kids liked watching his videos, Ryan – who is now eight – replied: “Because I’m entertaining and I’m funny.”

Since the channel was set up by Ryan’s parents in March 2015, its videos have had almost 26 billion views and amassed 17.3 million followers.

Forbes said all but $1m of the $22m total is generated by advertising shown before videos, with the remainder coming from sponsored posts.

The amount generated by sponsored posts is small compared with other top YouTubers, Forbes writes. It is “the result not only of how few deals Ryan (or his family) chooses to accept, but also the fact that his pint-sized demographic isn’t exactly all that flush”.

The toys featured in one of the channel’s videos can sell out instantly.

In August, Walmart began selling an exclusive range of toys and clothing called Ryan’s World, and a video showing Ryan and his parents searching for his own toys at a Walmart store has had 14 million views in three months.

The revenues from the Walmart deal are set to substantially increase Ryan’s total earnings next year.

As he is still a child, 15% of Ryan’s earnings are put into a bank account that he can only access when he becomes a legal adult.

Ryan’s twin sisters haven’t been left out of the fun either: they feature in some videos on a related YouTube channel called Ryan’s Family Review.

A video titled “Top 10 Science Experiments you can do at home for kids” starring the three children has had more than 26 million views:

Daniel Middleton, the Minecraft gamer who topped the 2017 list with earnings of $16.5m, has slipped to fourth place.

While Jake Paul moved up six places to second, his brother Logan Paul has tumbled down the Forbes rankings this year to 10th place with $14.5m – still $3m more than 2017.

Logan Paul apologised in January after showing the body of an apparent suicide victim in Japan in one of his videos.

Google, which owns YouTube, removed Paul’s channels from its Google Preferred programme, where brands sell ads on the platform’s top 5% of content creators, in the wake of the controversy.

(BBC)

Categories: Science&Technology

Cox’s Bazar

No Comments

Cox’s Bazar is a fishing port town in Bangladesh with the world’s longest natural unbroken 125 km sandy sea beach with a gentle slope. This is the most attractive tourist spot of the country which is located between the river Bakkhali and the Bay of Bengal from 150 km south of Chittagong in the South Eastern part of the Bangladesh.

Cox’s Bazar derives its name from Lieutenant Hiram Cox (died in 1798), an officer of British East India Company who was specially mobilized to deal with a century long conflict between Arakan refugees and local Rakhains. He had rehabilitated refugees in this area. That time he made a market place – a Bazaar for the locals and they called it as Cox’s Bazar. It is one of the most visited tourist spots in Bangladesh which has yet to become a major international tourist destination, due to lack of international publicity.

The climate of Cox’s bazar is mostly hot and humid like rest of the country. Winter is the best time for Cox’s Bazar. The annual average temperature in Cox’s Bazar remains at about a maximum of 34.8 °C and a minimum of 16.1 °C. The average amount of rainfall remains at 4,285 mm.

There are many Luxury Bus Services from Dhaka to Cox’s Bazar via Chittagong. The condition of the road is fine. Nearly 7 hours trip from Dhaka by bus. The Rail Way Service is also available from Dhaka Kamlapur Rail Station to Chittagong. And then by bus or car to Cox’s Bazar. However, by Air, it is 30 minutes journey from the domestic terminal of Shahjalal International Airport at Dhaka.

The large number of hotels, motels, resorts and restaurants are easily available in Cox’s Bazar. Few of them are giving 5-star facilities. Cheap hotels and restaurants are also available here. The tourists can book their hotels online and by a phone call also.

Categories: Bangladesh

Tags: , ,

বার্সাকে পেছনে ফেলে শীর্ষে সেভিয়া

No Comments

মৌসুমে প্রথমবারের মতো বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সেভিয়া। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। সমান সংখ্যক ম্যাচ থেকে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে চলে গেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

রবিবার নিজেদের মাঠে রিয়াল ভালাদোলিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে সেভিয়া। ম্যাচের ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন এসি মিলান থেকে ধারে খেলতে আসা আন্দ্রে সিলভা।

 

ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড জিতেছে বাগডুম ডটকম

No Comments

দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ই কমার্সকে পৌঁছে দেওয়ার শীর্ষস্থানীয় লাইফস্টাইল অনলাইন শপ বাগডুম ডটকম ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার হিসেবে ‘ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৮’ জিতেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন বাগডুম ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দা কামরুন আহমেদ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং মাইক্রোসফট বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে বাগডুম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মিরাজুল হকসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ই-কমার্স খাতের অগ্রগামী হিসেবে বাগডুম এই খাতে সবসময় নতুন উদ্ভাবনীর দিকে দৃষ্টি রেখেছে। মান নিয়ন্ত্রণ ও আস্থা তৈরি থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া একই ছাদের নিচে গ্রামীণ নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুবিধা ‘কৃষ্টি’ চালুর মাধ্যমে গ্রাম ও শহরের মেলবন্ধন তৈরি হয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি আইসিটি-নির্ভর এটুআই প্রকল্প, এক-শপের সহায়তাকারী অন্যতম স্থানীয় অগ্রণী ই-কমার্স হিসেবে কাজ করছে।

বাগডুম ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দা কামরুন আহমেদ বলেন, ডেইলি স্টারের দেওয়া এই স্বীকৃতি তাদের কর্ম-উদ্দীপনা বাড়াবে। ভবিষ্যৎ প্রচেষ্টা গ্রহণে অনুপ্রেরণা যোগাবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠার লক্ষে রয়েছি এবং একটি প্লাটফর্মের মাধ্যমে তাদের পণ্যগুলো প্রচার-প্রসারে কাজ করছি। এই পুরস্কার আমাদের লক্ষ্য পূরণে সহায়তা করবে।

গ্রাফিক পিপল লিমিটেডের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী, সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, সহজ ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান অনুষ্ঠানে অর্থমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

দ্য ডেইলি স্টারের আয়োজনে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছিলো লা মেরিডিয়ান।

ব্রকলির স্যুপ

No Comments

উপকরণ: ছোট ব্রকলি ১টি (ছোট করে কাটা), মিষ্টি আলু আধা কাপ (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা), নারকেল দুধ ১ কাপ, সবজির স্টক ৪ কাপ, পেঁয়াজ ১টি (মাঝারি আকার), রসুন ২ কোয়া, আদা আধা ইঞ্চি, ফিশ সস ১ টেবিল চামচ, থাইপাতা বা লেমন গ্রাসের নরম গোড়া কুচানো ২ টেবিল চামচ, লেবুর রস পরিমাণমতো, কাঁচা মরিচ পরিমাণমতো, ধনেপাতা ১০০ গ্রাম, লবন পরিমাণমতো, সয়াবিন তেল বা জলপাই তেল ১ টেবিল চামচ ও জল আধ কাপ।

প্রণালী:

পেঁয়াজ, রসুন, আদা, মরিচ আর লেমন গ্রাসের নরম গোড়া কুচোনো, অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্যানে তেল গরম করে ব্লেন্ড করা মিশ্রণ মাঝারি আঁচে ৩/৪ মিনিট লালচে করে ভেঁজে নিন। এবার এতে সবজির স্টক ঢেলে দিন। কিউব করে কাটা মিষ্টি আলু আর লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। আলু আধা সেদ্ধ হলে কেটে রাখা ব্রকলি দিয়ে দিন। ১০-১২ মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নারকেল দুধ আর ধনেপাতা মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

ফিশ সস আর স্বাদমতো লেবুর রস মিশিয়ে আবারও কম আঁচে ফুটতে দিন। ফুটে উঠলে স্বাদ ও নুন চেখে নিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে ওপরে ঘন নারকেল দুধ, ধনেপাতা বা সেদ্ধ ব্রকলি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

গোলাপ জাম

No Comments

উপকরণ : গুঁড়া দুধ ৫ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, বেকিং সোডা ১/৮ চা চামচ, ডিম ১টি, ডুবো তেলে ভাজার জন্য ২ কাপ তেল।
সিরাপের জন্য : চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচ গুঁড়া ১/৮ চা চামচ পরিমাণ মতো।
প্রণালি : একটি সস প্যানে সিরাপ বানানোর জন্য সব উপকরণ দিয়ে রাখুন এবং চুলার আঁচ মাঝারি রাখুন। এরপর চিনি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। তারপর চুলা বন্ধ করুন। এবার একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা, বেকিং সোডা মেশান। তারপর একটি ডিম মেশান এবং ভালোভাবে মিক্সড করুন। মাখানো মিশ্রণ থেকে ১০টি একই রকম বল তৈরি করুন। বলগুলো দেখে এখন ছোট মনে হলেও বিশ্বাস করুন, সিরাপে ডোবানোর পর বলগুলো আরও বড় আকারের দেখতে হবে। বলগুলো পাকাতে থাকুন যতক্ষণ না বলগুলো মসৃণ হয় এবং নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো ভাঙাচোরা না থাকে। এরপর একটি গভীর পাত্রে দুই কাপ তেল দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন অল্প করে। তৈরিকৃত বলগুলো কিছুক্ষণ পর আস্তে আস্তে ডুবো তেলে ছাড়ূন। বলগুলো চারদিকে হালকা বাদামি রঙ ধারণ করলে বলগুলো ঘুরিয়ে দিন যেন সব জায়গায় একই রকম রঙ হয়। এরপর জামগুলো সুবর্ণ বাদামি হলে সেগুলোকে চামচ দিয়ে নামিয়ে নিন। এবার আগে তৈরি করা সিরাপটি চুলার ওপর হালকা আঁচে বসান এবং তার ভেতর গোলাপ জামগুলো ছেড়ে দিন। আস্তে আস্তে আপনার তৈরি জামগুলো দেখতে সুন্দর ও নরম হবে। তারপর একটি সার্ভিং ডিশে নামিয়ে দিন জামগুলো এবং জামগুলোর ওপর সিরাপ ছড়িয়ে দিন। সুন্দর করে পরিবেশন করুন সুস্বাদু গোলাপ জাম

Categories: reciepe

ভ্যালুটপ ব্র্যান্ডের নতুন গেমিং ক্যাসিং

No Comments

বাজারে ভ্যালুটপ ব্র্যান্ডের নতুন গেমিং ক্যাসিং এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লি:। ক্যাসিংটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি ১২ সেন্টিমিটার কুলিং ফ্যান।
আর এই সুবিধার ফলে যেকোন ধরণের হাই ডেফিনিশন গেমস নিশ্চিন্তে খেলা যায়। অধিক তথ্য ধারণ করার জন্য এতে রয়েছে ৬টি হার্ডডিস্ক বে। ভিটি-টিআর৯০০ মডেলের কেসিংটির ভিতরটি বেশ প্রশস্ত, ফলে উচ্চ ক্ষমতাসম্পন্ন বড় আকারের গ্রাফিক্স কার্ড স্থাপন করে পরবর্তী প্রজন্মের গেম খেলা যায়। দ্রুততার সাথে তথ্য আদান-প্রদানের জন্য এতে ইউএসবি ৩ পোর্টও রয়েছে।