Category: reciepe

The Manna House Bakery & Patisserie in Edinburgh

No Comments

An artisan bakery perched just behind Edinburgh’s Calton Hill, The Manna House Bakery & Patisserie is a lovely stop for picking up a loaf or whiling away the afternoon in. All dark floorboards, low pendant lighting and high-backed wooden chairs adorned with gingham-style cushions, it’s a cosy environment even before you’re distracted by the array of baked goods on display. Rows upon rows of warm bread rolls, thick sesame bagels, nutty soda breads and crusty sourdough loaves make up the bread portion of the bakery, while for pastry lovers, choose from pistachio cheesecake, orange polenta cake and light, frilly and delicately-layered mille-feuille. Breakfast and savoury options are also available, so give yourself a generous smear of cream cheese on a warm sourdough bagel. Head out for a wander in one of the many nearby parks and spend the night at restful The Hedges Bed & Breakfast.

Categories: reciepe

ব্রকলির স্যুপ

No Comments

উপকরণ: ছোট ব্রকলি ১টি (ছোট করে কাটা), মিষ্টি আলু আধা কাপ (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা), নারকেল দুধ ১ কাপ, সবজির স্টক ৪ কাপ, পেঁয়াজ ১টি (মাঝারি আকার), রসুন ২ কোয়া, আদা আধা ইঞ্চি, ফিশ সস ১ টেবিল চামচ, থাইপাতা বা লেমন গ্রাসের নরম গোড়া কুচানো ২ টেবিল চামচ, লেবুর রস পরিমাণমতো, কাঁচা মরিচ পরিমাণমতো, ধনেপাতা ১০০ গ্রাম, লবন পরিমাণমতো, সয়াবিন তেল বা জলপাই তেল ১ টেবিল চামচ ও জল আধ কাপ।

প্রণালী:

পেঁয়াজ, রসুন, আদা, মরিচ আর লেমন গ্রাসের নরম গোড়া কুচোনো, অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্যানে তেল গরম করে ব্লেন্ড করা মিশ্রণ মাঝারি আঁচে ৩/৪ মিনিট লালচে করে ভেঁজে নিন। এবার এতে সবজির স্টক ঢেলে দিন। কিউব করে কাটা মিষ্টি আলু আর লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। আলু আধা সেদ্ধ হলে কেটে রাখা ব্রকলি দিয়ে দিন। ১০-১২ মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নারকেল দুধ আর ধনেপাতা মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

ফিশ সস আর স্বাদমতো লেবুর রস মিশিয়ে আবারও কম আঁচে ফুটতে দিন। ফুটে উঠলে স্বাদ ও নুন চেখে নিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে ওপরে ঘন নারকেল দুধ, ধনেপাতা বা সেদ্ধ ব্রকলি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

গোলাপ জাম

No Comments

উপকরণ : গুঁড়া দুধ ৫ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, বেকিং সোডা ১/৮ চা চামচ, ডিম ১টি, ডুবো তেলে ভাজার জন্য ২ কাপ তেল।
সিরাপের জন্য : চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচ গুঁড়া ১/৮ চা চামচ পরিমাণ মতো।
প্রণালি : একটি সস প্যানে সিরাপ বানানোর জন্য সব উপকরণ দিয়ে রাখুন এবং চুলার আঁচ মাঝারি রাখুন। এরপর চিনি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। তারপর চুলা বন্ধ করুন। এবার একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা, বেকিং সোডা মেশান। তারপর একটি ডিম মেশান এবং ভালোভাবে মিক্সড করুন। মাখানো মিশ্রণ থেকে ১০টি একই রকম বল তৈরি করুন। বলগুলো দেখে এখন ছোট মনে হলেও বিশ্বাস করুন, সিরাপে ডোবানোর পর বলগুলো আরও বড় আকারের দেখতে হবে। বলগুলো পাকাতে থাকুন যতক্ষণ না বলগুলো মসৃণ হয় এবং নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো ভাঙাচোরা না থাকে। এরপর একটি গভীর পাত্রে দুই কাপ তেল দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন অল্প করে। তৈরিকৃত বলগুলো কিছুক্ষণ পর আস্তে আস্তে ডুবো তেলে ছাড়ূন। বলগুলো চারদিকে হালকা বাদামি রঙ ধারণ করলে বলগুলো ঘুরিয়ে দিন যেন সব জায়গায় একই রকম রঙ হয়। এরপর জামগুলো সুবর্ণ বাদামি হলে সেগুলোকে চামচ দিয়ে নামিয়ে নিন। এবার আগে তৈরি করা সিরাপটি চুলার ওপর হালকা আঁচে বসান এবং তার ভেতর গোলাপ জামগুলো ছেড়ে দিন। আস্তে আস্তে আপনার তৈরি জামগুলো দেখতে সুন্দর ও নরম হবে। তারপর একটি সার্ভিং ডিশে নামিয়ে দিন জামগুলো এবং জামগুলোর ওপর সিরাপ ছড়িয়ে দিন। সুন্দর করে পরিবেশন করুন সুস্বাদু গোলাপ জাম

Categories: reciepe

রেসিপি: কোরিয়ান এগরোল

No Comments

উপকরণ: ডিম- ৩টি, দুধ- দেড় টেবিল চামচ, পেঁয়াজকুচি, গাজরকুচি, ধনেপাতাকুচি, গোলমরিচগুঁড়া, মরিচগুঁড়া, কাঁচামরিচকুচি, লবণ, ভেজিটেবলঅয়েল

প্রণালি: একটি পাত্রে ডিমের সঙ্গে দুধ ও লবণ মিশিয়ে ফেটিয়ে নিন। গাজরকুচি, কাঁচামরিচকুচি, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, মরিচ গুঁড়া ও গোল মরিচ গুঁড়া মেশান ডিমের মিশ্রণে।
প্যানে তেল গরম করুন। ডিমের অর্ধেক মিশ্রণ প্যানে ছড়িয়ে দিন। শক্ত হয়ে আসলে এক পাশ থেকে রোল করে নিন। এভাবে সব মিশ্রণ দিয়ে বানিয়ে ফেলুন রোল। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার এগরোল।

আনারস নারিকেলে ইলিশ

No Comments

উপকরণ :ইলিশ মাছের টুকরা ৪টি, আনারসের ব্লেন্ড করা ১ কাপ, নারিকেলের দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, তেল ২/৩ চা চামচ, কাঁচামরিচ ৩/৪টি, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালি :প্যানে তেল দিয়ে সব মসলা দিয়ে কসিয়ে নারিকেলের দুধ ও আনারস দিয়ে দিন। ভালো করে ফুটে উঠলে মাছ দিয়ে ঢেকে রাখুন কয়েক মিনিট। কয়েক মিনিট পর মাছ উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর কাঁচামরিচ দিন। তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। পরিবেশন করুন পোলাউ কিংবা সাদা ভাতের সঙ্গে।

Pakan Pita

No Comments

Winter means the time to prepare different types of cakes. Different people choose different types of cakes. Someone’s choice is filled with potsapata, somebody’s milk-laden puddy, some people like to have a cup of juice. A lot of food is done in the juice of roasted pajamas.

Method

2 cups liquid milk

2 cups rice powder

One pinch of salt

Two eggs

2 teaspoons ghee

For the shirk

2 cups sugar

4 cups of water

Ingredients

1) Make the milk warm in a saucepan. Salt to this day is a little. If the milk is blossomed, then immediately add rice powder to it. Mix rice powder and keep it low for 5 minutes. Take it down again. The mixture will be dried dry.

2) Create vein on this gap. Combine water and sugar together and boil 5-7 minutes more. A little thin vein.

3) Prepare rice powder yeast. Separate the eggs and mix them a little bit with yeast, do not give it at all. Gather with it. See if the ghee is not too soft. Make a paste with a small mold or a cookie cut. Make all the cakes together and then fry them.

4) Heat oil for frying pan. Petha one side reddish golden and then turn it upside down. Slow down on both sides. You can lift the oil directly from the veins. Cover the cough with a spacing of 2-3 hours. If you wish, you can prepare the milk in it and make a paste of this cake.
Winte

Categories: reciepe

Shrimp Paste

No Comments

Shrimp with hot rice is very tasty to eat paste. This item can be cooked instantly. Find out how to cook paste shrimp

Method
Shrimp – 500 g
Mustard – 1 table spoon
Garlic – 6 Kwa
Pepper powder – 1 teaspoon of sugar
Sugar-like taste
Oil – 1 cup
Paste grain – 2 table spoons
Tomato – 1
Black pepper – 1 teaspoon
Salt-like taste
Yellow powder – 1 teaspoon
Water – like the need
Ingredient
Wash the shrimp well. Heat the oil through the pan over medium heat. Swamp the shrimp with hot oil and salt. Grate the shrimp when light is fried.
Bake banana grains, garlic and mustard together. Serve hot in the stove and add salt. Heat oil in a bowl of 2 tablespoons of oil. After a few seconds keep stirring with chili powder and paste-mustard bowl. Leave the oil on the yellow, salt and sugar. Take 1 minute dough and keep aside the shrimp. Shake some water for a while. Cook 5 to 10 minutes. When cooked, sprout down the Dhanepata and sprinkle with hot rice.

Categories: reciepe

Donut

No Comments

There is no good day in the rainy day of rain. Many are now imprisoned at home. There is a desire to cook something new at this time, but there is no way to buy the materials that go out! Donuts can be made by wearing socks. The soft turtle Donut’s recipe contains very few ingredients. You can make home made ingredients, and you do not need oven for it!

Materials

Half cup of liquid milk

Sugar 3 tablespoons of sugar

East tea

Flour 2 cups

Eggs 1

1 tablespoon of powdered milk

Salt half tea spoon

Butter two tablespoons

Oil for frying

For the glove

Icing Sugar Semi Cup

2 tablespoons of cocoa powder

2 tablespoons of liquid milk

Vanilla Assens 3/4 Drops

Donut

Recipe

1) Take a container to mix liquid milk, sugar and eggs together. Keep it for 10 minutes. The East will become active during this time. Then add a shredded egg to it.

2) Now make the dough. Mix together flour, powdered milk, salt and room temperature butter together. You can use oil if you do not want to use butter. Mix these ingredients well. Then pour the milk-egg mixture into it and make a dough very well. Do it well for 5-7 minutes. Then put some oil on the dough and put the vessel in plastic wrap one hour.

3) Drought swelling will be twice as fast as an hour after the East. Press down and pull it out in the air. After folding it very well, it will take 8 to 10 minutes to dote. Dota will be somewhat harder than before.

4) Now you have to take this dolphin. Sprinkle some flour and sour like a half-inch thick bread. Cut Donat’s shape off of this cookie. Keep them aside for another 10 minutes.

5) Heat oil in the stove. Heat the donuts in medium heat. After that leave 10-12 minutes to be a little cold.

6) Mix sugar, cocoa powder, milk and vanilla essence together to make the combination. Then dip one of the donut in it.

If you wish, you can give a sprinkle or nutcupine on donut. Take a look at the recipe that you can take

Categories: reciepe