Author: salma

রেসিপি: কোরিয়ান এগরোল

No Comments

উপকরণ: ডিম- ৩টি, দুধ- দেড় টেবিল চামচ, পেঁয়াজকুচি, গাজরকুচি, ধনেপাতাকুচি, গোলমরিচগুঁড়া, মরিচগুঁড়া, কাঁচামরিচকুচি, লবণ, ভেজিটেবলঅয়েল

প্রণালি: একটি পাত্রে ডিমের সঙ্গে দুধ ও লবণ মিশিয়ে ফেটিয়ে নিন। গাজরকুচি, কাঁচামরিচকুচি, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি, মরিচ গুঁড়া ও গোল মরিচ গুঁড়া মেশান ডিমের মিশ্রণে।
প্যানে তেল গরম করুন। ডিমের অর্ধেক মিশ্রণ প্যানে ছড়িয়ে দিন। শক্ত হয়ে আসলে এক পাশ থেকে রোল করে নিন। এভাবে সব মিশ্রণ দিয়ে বানিয়ে ফেলুন রোল। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার এগরোল।

Eid-ul-Azha being celebrated

No Comments

Muslims throughout the country are celebrating Eid-ul-Azha with the sacrifice of animals and the distribution of the meat among neighbours, family members, and the poor.

The day commemorates Hazrat Ibrahim’s devotion to Allah as illustrated by his readiness to give up his beloved son Hazrat Ismail.
Eid means spreading happiness beyond boundaries, beyond age or beyond race.

Millions of Muslims offered prayers in Eidgahs (open spaces) and mosques this (Wednesday) morning all over the country, seeking divine blessings, peace and progress for the country.

In Dhaka, the main congregation of Eid-ul-Azha was held at the National Eidgah at 8am where President Abdul Hamid offered his Eid prayers along with hundreds of people from all walks of life.There was a separate arrangement at the National Eidgah for women to offer their Eid prayers.

The congregation at National Eidgah. Thousands gathered at the venue to offer prayers on Eid morning.

Besides, five Eid congregations were held at the Baitul Mukarram National Mosque at 7am, 8am, 9am, 10am and 10:45am.

Eid congregations were held at 409 spots in the capital. Of the total, 230 Eid jamaats, including the main Eid congregation, were held under the Dhaka South City Corporation (DSCC) while the rest 179 under Dhaka North City Corporation (DNCC).

Sholakia Eidgah in Kishoreganj and Gor-e-Shaheed Baro Maidan in Dinajpurhosted the country’s largest Eid congregations.
People offering prayers before Baitul Mukarram, the national Eidgah. Photo: Prabir Das

Meanwhile, the main city streets and road islands have been decorated with the national flags and banners inscribed with ‘Eid Mubarak’ in Bangla and Arabic.

Special diets are being served in hospitals, jails, government orphanages, centres for persons with disabilities, shelter homes and vagrant and destitute welfare centres.

ঐশ্বরিয়া-অভিষেক ৮ বছর পর একসাথে

No Comments

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। নিয়মিত কাজ করছেন বলিউডের এই তারকা দম্পতি। তবে একই পর্দায় তাদের দেখা নেই বহু বছর। সময়টা এখন ৮ বছরে এসে ঠেকেছে। আর বিরতির এই সময়টা ভাঙছে এবার। আবারো পর্দা ভাগাভাগি করবেন তারা। অনুরাগ কাশ্যপের পরবর্তী সিনেমায় এই তারকা দম্পতি জুটি হতে যাচ্ছেন। অনুরাগ কাশ্যপ পরিচালক হিসেবে পরিচিত হলেও এখানে প্রযোজনা করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন করবেন সরভেশ মারওয়া।

ঐশ্বরিয়া ও অভিষেক বর্তমানে ছুটি কাটাতে রয়েছেন লন্ডনে। সেখানে মেয়ের আরাধ্যকে নিয়ে ঘুরছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিতও হয়েছে তাদের ভ্রমণের ছবিগুলো। ফুটবল বিশ্বকাপ শেষ হলে মেয়েক নিয়ে কয়েকদিন ফরাসিদের আনন্দ উত্সবও দেখেছেন ঐশ্বরিয়া।

শিগগিরি এর ঘোষণা দেওয়া হবে। অন্যদিকে প্রায় ১৭ বছর পর অনিল কাপুরের জুটি বেঁধেছে ঐশ্বরিয়া। ‘ফ্যানি খান’ শিরোনামে সিনেমায় একসাথে দেখা যাবে তাদের। ছবিতে ঐশ্বরিয়ার নতুন লুক এরইমধ্যে বেশ আলোচিত। রাজকুমার রাওয়ের সাথে একটি গান রিলিজ পায় ছবিটি। প্রথমবারের সাথে রাজকুমার ও ঐশ্বরিয়াকে এক পর্দায় বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন দর্শক। জানা যায়, ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ফ্যানি খান’।

ষাটেও সাবলীল ম্যাডোনা

No Comments

যুক্তরাষ্ট্রের বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী ম্যাডোনা ৬০ বছরে পা রেখেছেন গতকাল ১৬ আগস্ট। কিন্তু নিজের ভূবনে এখনো অবিশ্বাস্য রকম সাবলীল তিনি। বরাবারের মতোই আবেদনময়ী। ম্যাডোনা নিজেও মনে করেন তার বয়স যেন ‘পঁচিশে থমকে আছে’। বয়স বাড়লে নারী শিল্পীরা আকর্ষণ হারায় এমন ধারণাকে ভুল প্রমাণ করেছেন ম্যাডোনা। আবেদনের দিক দিয়ে এখনও তিনি টিনেজারদের কাছে ঈর্ষার পাত্র।

এই পপসম্রাজ্ঞী ৬০ বছরের মধ্যে ৩৫ বছরই কাটিয়েছেন সংগীত জগতে। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। এরপর এখন পর্যন্ত তার বিভিন্ন অ্যালবাম বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি। এর মাধ্যমে ম্যাডোনা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তিনিই এখন পর্যন্ত সঙ্গীত ইতিহাসে সবচে বেশি বিক্রি হওয়া অ্যালবামের শিল্পী।

ম্যাডোনা কাউকে অনুসরণ কিংবা অনুকরণ করতেন না। সঙ্গীতে কিংবা মডেলিংয়ে একেবারে নিজের স্টাইল চালু করেছিলেন ম্যাডোনা। তিনি যা করতেন তাই-ই সুপারহিট হয়ে যেতে। দুনিয়া জুড়ে অসংখ্য ভক্ত তৈরী করেছেন। চেহারার তেজ রয়েছে আগের মতোই। পঞ্চাশোর্ধ ম্যাডোনার মিউজিক ভিডিওগুলো দেখতে এখনো ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ে কোটি কোটি অনুরাগী। এখনও যতটুকু তিনি দর্শক-ভক্তদের সামনে হাজির হন ততটুকু উপস্থিতি নজর কাড়ে সবার।

যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে ১৯৫৮ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম ম্যাডোনা লুইজ চিকোনে। গান ছাড়া ফ্যাশন ডিজাইনার হিসেবেও সুখ্যাতি রয়েছে তার। পাশাপাশি তিনি একজন দক্ষ অভিনেত্রী, নৃত্যশিল্পী, ব্যবসায়ী ও চিত্র পরিচালক। স্নাতক পাসের পর ইউনিভার্সিটি অব মিশিগান থেকে নৃত্য কলায় বৃত্তি লাভ করেন এই তারকা। আশির দশকে বিশ্বব্যাপী সঙ্গীত জগতে যখন পুরুষদের একক আধিপত্য ছিল তখন ম্যাডোনার পারফর্মান্স নারীদের নতুনভাবে উত্সাহিত করেছিল সঙ্গীত জগতে ক্যারিয়ার গড়তে। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে পাপা ডোন্ট প্রিচ, লাইক আ প্রেয়ার, ভেগ, সিক্রেট, রে অব লাইট, লাইক আ ভার্জিন, হলি ডে, আমেরিকান লাইফ ইত্যাদি। তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , ‘অ্যা সারটেইন সেক্রিফাইস’, ‘এভিটা’, ‘দ্য নেক্সট বেস্ট থিং’ ইত্যাদি। খ্যাতনামা ম্যাডোনার তত্কালীন সাদাকালো ছবিগুলো এখনো হাজার হাজার ডলারে বিক্রি হয়। সঙ্গীত জগতের বিশ্লেষকরা বলেছেন, তারুণ্যকে থেকে থেকে ঝাঁকুনি দিয়েছেন এই আবেদনময়ী শিল্পী। জীবন তাকে যা দিয়েছে, তিনি যেন জীবনকে দিয়েছেন তারও চেয়ে বেশি। তার অ্যালবামের প্রায় সব কটি হিট। এটি কয়জনের ভাগ্যে জোটে। তার সিনেমাগুলোও হিট। তবে খোলামেলা পোশাকের কারণে বিস্তর সমালোচনাও হয়েছে তাকে নিয়ে, যদিও সেগুলোতে তিনি পাত্তা দেননি কখনো। -বিবিসি, ডেইলি মেইল।

ফারুক পূর্ণিমার রাতের আড্ডায়

No Comments

এক সময়ের বাংলা চলচ্চিত্রে সবার উপরে অবস্থান ছিল নায়িকা পূর্ণিমার। অভিনয়ে অনিয়মিত হয়ে সম্প্রতি উপস্থাপনায় নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে বেসরকারি আরটিভিতে ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এই নায়িকা।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত।

আগামী শনিবার রাত ১০টায় হাসি হাসি মুখ নিয়ে আরটিভির পর্দায় হাজির হবেন পূর্ণিমা। এই পর্বে সেখানে পূর্ণিমার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ফারুক। তিনি আড্ডা দেবেন নায়িকা পূর্ণিমার সঙ্গে। তাদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।

আনারস নারিকেলে ইলিশ

No Comments

উপকরণ :ইলিশ মাছের টুকরা ৪টি, আনারসের ব্লেন্ড করা ১ কাপ, নারিকেলের দুধ ১ কাপ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, জিরা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, চিনি সামান্য, লবণ পরিমাণমতো, তেল ২/৩ চা চামচ, কাঁচামরিচ ৩/৪টি, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ।

প্রণালি :প্যানে তেল দিয়ে সব মসলা দিয়ে কসিয়ে নারিকেলের দুধ ও আনারস দিয়ে দিন। ভালো করে ফুটে উঠলে মাছ দিয়ে ঢেকে রাখুন কয়েক মিনিট। কয়েক মিনিট পর মাছ উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর কাঁচামরিচ দিন। তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। পরিবেশন করুন পোলাউ কিংবা সাদা ভাতের সঙ্গে।

স্বর্ণের আংটি ১৮শ’ বছর আগের

No Comments

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলে পাইতে পার অমূল্য রতন— কবিতার এই আপ্তবাক্যে বিশ্বাস করে বহু সময়ই সামান্যর ভিতরেও অসামান্যের সন্ধান করে চলে মানুষ। কখনও কখনও ঘটে যায় ‘ম্যাজিক’। ব্রিটেনের বাসিন্দা জেসন ম্যাসির জীবনেও ঘটেছে এমনই এক অদ্ভুত ঘটনা। শখ করে ফাঁকা মাঠে অনুসন্ধান চালাতে গিয়ে তাঁর চক্ষু চড়ক গাছ! মিলেছে বিপুল গুপ্তধনের। গল্পকথার মতো শোনালেও ঘটনাটি একেবারে সত্যি।

সাউথ ওয়েস্ট হেরিটেজ ট্রাস্টের কর্মকর্তা সিওরস্টাইড হেওয়ার্ড বলেছেন, সমারসেটে আগেও নানান ধরনের প্রাচীন আংটি পাওয়া গিয়েছে। কিন্তু সেগুলোর সঙ্গে এই আংটির বিস্তর ফারাক। ২৪ ক্যারেটের এই সোনার আংটির মূল্য কত হতে পারে, তা খতিয়ে দেখছেন মিউজিয়াম কর্তৃপক্ষ।

পাশাপাশি সন্ধান মিলেছে ৬০টি রোমান মুদ্রারও। যে জমি থেকে ওই আংটি পাওয়া গিয়েছে, সেই জমির মালিকেরও সমান শেয়ার থাকবে প্রাপ্ত সম্পত্তির। তবে জমির মালিকের সঙ্গে প্রাপ্ত অর্থ ভাগ করে নিলেও তা যে নেহাত কম হবে না তা বলাই যায়। তবে জেসনের জন্য কিছুটা হতাশার খবর হচ্ছে, ঐতিহাসিকভাবে অমূল্য সম্পদ হওয়ায় আংটিটি বাজেয়াপ্ত করেছে ব্রিটিশ মিউজিয়াম।

জেসন যেসব গুপ্তধন পেয়েছেন তার মধ্যে সবচে মূল্যবান হচ্ছে ১৮০০ বছর আগের একটি সোনার আংটি ও স্বর্ণমুদ্রা। একটি ফাঁকা মাঠে মেটাল ডিটেক্টরের সাহায্যেই তিনি ওই ধনসম্পত্তির সন্ধান পেয়েছেন।

ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকা জানায়, জেসন সেনাবাহিনীর একজন সাবেক কর্মী। বর্তমানে তিনি একজন শখের প্রত্নতাত্ত্বিক। ‘ডিটেক্টিং ফর ভেটেরানস’ নামের একটি গ্রুপের সদস্য জেসন সমারসেটের এক মাঠে শখের অনুসন্ধান চালাতে গিয়ে আচমকাই খুঁজে পেয়েছেন এসব মহামূল্যবান জিনিসপত্র। তার পাওয়া আংটির সোনা ২৪ ক্যারেটের। আংটির উপরে রোমানদের জয়ের দেবী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা। অনুমান করা হচ্ছে, সেটি ২০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের সময়কার।

সরকার ঐতিহাসিক রোজ গার্ডেন কিনে নিচ্ছে

No Comments

ঢাকার টিকাটুলিতে ব্যক্তি মালিকানাধীন পুরাকীর্তি রোজ গার্ডেন বাড়িটি মালিকের কাছ থেকে কিনে নিচ্ছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এর জন্য সরকারের ব্যয় হবে ৩৩১ কোটি ৭০ লাখ টাকা। পুরান ঢাকার টিকাটুলিস্থ কে এম দাস লেনের ঐতিহ্যবাহী ভবন এই রোজ গার্ডেন। তৎকালীন নব্য জমিদার হৃষীকেশ দাস ১৯৩০ সালের দিকে গড়ে তোলেন এ গার্ডেন।

অদ্বিতীয় গোলাপ বাগানসমৃদ্ধ বাড়ি হওয়ার করণে এর নাম হয় রোজ গার্ডেন। হৃষীকেশ এ বাগানের জন্য চীন, ভারত, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাটিসহ গোলাপের চারা এনে লাগিয়েছিলেন বলে জানা যায়।গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতিতে বর্তমান মালিকদের কাছ থেকে রোজ গার্ডেন কিনবে সরকার।

জানা যায়, এই ভবনেই গড়ে ওঠে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন এই রোজ গার্ডেনেই গঠিত হয়েছিলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা ১৯৫৫ সালে নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। রোজ গার্ডেন বর্তমানে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহার হয়ে আসছে।

পরবর্তীতে তিনি ঋণের দায়ে জৌলুশপূর্ণ বাগানবাড়িটি ১৯৩৬ সালে খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে বিক্রি করে দেন।সত্তর সালের দিকে রোজ গার্ডেন লিজ দেওয়া হয় বেঙ্গল স্টুডিওকে। ১৯৮৯ সালে প্রত্নতত্ত্ব বিভাগ রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন বলে ঘোষণা করে। এর পর ১৯৯৩ সালে রোজ গার্ডেনের অধিকার ফিরে পান কাজী আবদুর রশিদের মেজো ছেলে কাজী আবদুর রকীব। ১৯৯৫ সালে তার মৃত্যুর পর তার স্ত্রী লায়লা রকীব ওই সম্পত্তির মালিক হন।

মৌলভী কাজী আবদুর রশীদের কাছ থেকে ১৯৬৬ সালে রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ভাই কাজী হুমায়ুন বশীর। এ কারণে সে সময় ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে।

হাড়ের স্বাস্থ্য সুরক্ষায়

No Comments

মানবদেহের অন্যতম প্রয়োজনীয় অঙ্গ হাড়। সুস্থ হাড় মানে শক্ত পরিকাঠামো, সচলতা এবং আঘাত থেকে সুরক্ষা। শরীরের সুস্থতার জন্য হাড়কে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। কারণ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সহায়তাকারী পদার্থ ক্যালসিয়ামের সঞ্চয়স্থান হলো হাড়। তাই হাড়ের সুস্থতা রক্ষা করা খুবই প্রয়োজনীয়। এজন্য প্রয়োজন নিয়মিত পুষ্টিকর খাদ্যগ্রহণ এবং সঠিক শরীরচর্চার। একজন পূর্ণবয়স্ক মানবদেহে হাড়ের সংখ্যা ২০৬টি এবং একজন শিশুর তা ৩০০টি। শরীরকে সচল রাখতে এবং অভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করতে সাহায্য করে হাড়। হাড় মূলত প্রোটিন এবং খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ফসফেট এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি।

ম্যাগনেশিয়াম, ফসফরাস ও ভিটামিন- ডি ও ভিটামিন- কে ইত্যাদি হাড় সুস্থ রাখতে সাহায্য করে। হাড়ের পুরাতন কোষসমূহ অনবরত ভেঙে যায় এবং পুনরায় তৈরি হয় নতুন কোষ। তাই ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি গ্রহণে এই কোষ গঠন ভালো হয়। প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ১৩শ মিলিগ্রাম এবং বয়স্ক নারীদের দৈনিক ১২শ মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা দরকার। দুধ ও দুধজাতীয় খাবার, বিভিন্ন ধরনের বাদাম, ডাল, মাছ এবং শাকসবজি ইত্যাদি খাবারগুলো প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় তা প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা উচিত।

এ ছাড়া, শক্তিশালী হাড় গঠনের জন্য অন্যতম উপাদান হলো ভিটামিন ডি যা সূর্যালোক, চর্বিযুক্ত মাছ, কলিজা এবং পনির ইত্যাদি থেকে পাওয়া যায়। সুস্থ হাড় গঠনের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ অপরিহার্য। কারণ হাড়ের শতকরা ৫০ ভাগই তৈরি হয় প্রোটিন থেকে। এছাড়াও হাড়ের সুস্থতায় শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা উচিত।
শরীরের ৯৯ শতাংশ ক্যালসিয়াম হাড়ে জমা থাকে। তাই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ হাড়কে সুস্থ রাখে।

Sweden beat Mexico to Group F champions spot 9

No Comments

Sweden thumped Mexico 3-0 on Wednesday, overpowering their opponents after a scoreless first half in a result that means both teams advance to the World Cup last 16 at the expense of defending champions Germany.

Sweden finished top of Group F on goal difference, with both teams on six points ahead of Germany and South Korea on three apiece, after the champions went down 2-0 in a shock result in Kazan.

After pressing hard for most of the first half and wasting numerous chances, Sweden finally found the net when left-back Ludwig Augustinsson charged up the field in the 50th minute and angled home a left-footed volley.

Twelve minutes later, captain Andreas Granqvist kept his concentration in the face of deafening boos and whistles from the Mexican fans to blast a penalty into the top left corner after Hector Moreno had brought down Marcus Berg.

Mexico’s misery was complete when the ball trickled in off the leg of Edson Alvarez for a tame own goal on 74 minutes.

The Mexicans were a shadow of the team that had beaten Germany and South Korea and had pundits speaking of them as potential world champions.

Needing only a draw to be sure of advancing, they somehow managed to reach the break on level terms after surviving a Swedish aerial bombardment and a VAR review.

The game was packed with incident from the opening whistle, with Mexican midfielder Jesus Gallardo booked within seconds of the start for misjudging an aerial challenge on Ola Toivonen.

The Swedes were guilty of wasteful finishing in the opening 45 minutes, with Emil Forsberg in particular blazing several shots over the bar.

Berg posed repeated problems for the Mexican defence, first flicking wide with his back to goal, and later firing a well-struck shot that was acrobatically turned over the bar by goalkeeper Guillermo Ochoa. On the stroke of half-time, he fired into the side-netting after a swift Swedish break from defence.

Mexico had an anxious moment when Javier Hernandez appeared to use his arm to control the ball in his penalty area, but after a VAR review the referee awarded a corner.

But the Mexicans also threatened several times to score. Carlos Vela shot just wide after a pass from Hirving Lozano, saw another effort go over the bar and hit a third into the arms of Robin Olsen.

Mexico pressed hard after falling behind, with Javier Hernandez heading over from a corner and later firing a cross that flew perilously across the face of the Swedish goal.

Hector Herrera had a long range shot fumbled, then saved by Robin Olsen, and Lozano struck a low shot into the keeper’s arms in the final frenetic minutes.

Mexico’s desperation proved unnecessary, however, as South Korea gave them a helping hand to the last 16 with a stunning 2-0 win over the holders Germany.

But without an improvement on this performance they risk falling once again at the stage where they have been knocked out in the last six World Cups.

Categories: Sports